• ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইংল্যান্ডে সেকেন্ডারি স্কুলে সপ্তাহে দু’বার করোনা পরীক্ষা

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২১
ইংল্যান্ডে সেকেন্ডারি স্কুলে সপ্তাহে দু’বার করোনা পরীক্ষা

বিবিএন নিউজ ডেস্ক : ইংল্যান্ডের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে ফিরে আসার পরে সপ্তাহে দু’বার করোনা পরীক্ষা করা হতে পারে জানা গেছে। দ্য টেলিগ্রাফের মতে, শিক্ষা বিভাগের কর্মকর্তারা মাধ্যমিক শিক্ষার্থীদের গণ পরীক্ষার ব্যবস্থা চূড়ান্ত করতে আজ শিক্ষা ইউনিয়নের সাথে বৈঠক করবেন। স্কাই নিউজে এক সাক্ষাত্কারের কেয়ার মন্ত্রী হেলেন ওয়াটলি এটিকে নিশ্চিত না করলেও অস্বীকার করেন নি। পরের সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

স্কুল অ্যান্ড কলেজ লিডার্স ইউনিয়নের অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি জিওফ বার্টন এই টেস্টিং পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন । মার্চ মাসে ৮ তারিখ ইংল্যান্ডে স্কুল খোলার সম্ভাবনা রয়েছে ।(জনমত )