• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা,রাস্তায় বসে প্রতিবাদ সমাবেশে করল নেতাকর্মীরা

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২১
সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা,রাস্তায় বসে প্রতিবাদ সমাবেশে করল নেতাকর্মীরা

,লতিফুর রহমান রাজু,  সুনামগঞ্জ : প্রথম সেক্টর ও ফোর্সেস কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব প্রত্যাহারের সরকারি হঠকারী ও অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামার খালী পয়েন্টে পুলিশ বাঁধা দেয়।
পরে বিএনপির নেতাকর্মীরা শহরের প্রদান সড়কে বসেই প্রতিবাদ সমাবেশ করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সহ সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল,আতম মিসবাহ, রেজাউল হক,আবুল মনসুর শওকত, ফুল মিয়া, যুগ্ম সম্পাদক নুর হোসেন শোয়েব অ্যাড. জিয়াউর রহমান শাহিন,সাংগঠনিক সম্পাদন, নজরুল ইসলাম,কামরুজ্জামান কামরুল,দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের,জেলা বিএমপি নেতা আনোয়ার মিয়া আশিকুর রহমান আশিক,সোহেল মিয়া হাজী আব্দুর খালেক,আবুল কাশেম দুুলু,জেলা যুবদলের সাংগঠনিক এড কয়েছ, সহ -সভাপতি আরমানুল হক রাসেল,অলিউর রহমান,শামসুদ্দোয়া, যুগ্ম সম্পাদক মইনুয়ল হক কালার চান, সাংগঠনিক সম্পাদক, কাইরুল হাসান রাজু,জেলা যুবদল নেতা কাইয়ূম,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামসুজ্জামান,সহ সভাপতি ইকবাল হোসেন, খালেকুজ্জামান সোহেল, শাহজান মিয়া,সা.সম্পাদক মনাজ্জির হোসেন,সাংগঠনিক সম্পাদন এড আহাদ জুয়েল,দপ্তর সম্পাদক এএস রিপন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাএদলে আহবায়ক জাহাঙ্গীর হোসেন, ও সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সদস্য কলিম উদ্দিন মিলন বলেন, বাংলালাদেশ জনগণ জানিয়ে দিতে চায়, বীর উত্তম খেতাব আওয়ামী লীগ অবৈধ সরকারের সম্পদ নয়, এটা স্বাধীন্তা যুদ্ধের সম্পদ,জনগণের সম্পদ। ঐ সম্পদে হাত দেওয়া মানে বাংলাদেশের মানুষের কলিজায় হাত দেওয়া।
তিনি আরো বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বলে দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় স্বাধীন্তার সর্বভৌমত্বের প্রতীক সংবিধানের রক্ষক, বাংলাদেশের সর্বভৌমত্বের রক্ষক। ব্যাক্তির স্বার্থে গোষ্ঠীর স্বার্থে, মাফিয়া চক্রের স্বার্থের আমাদের গর্বের ধন বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করা যাবে না।