• ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২১
সুনামগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: রোববার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডা.শামস উদ্দিন  ,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাহেব আলী পাঠান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, জেলা জাসদ সভাপতি আ ত ম সালেহ,সাবেক সিভিল সার্জন ডাঃ সৈয়দ মনোয়ার আলী,জেলা আইন জীবি সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু, সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়, জেল সুপার, সুনামগঞ্জ সদর ইউএনও ইয়াসমীন নাহার রুমা,দক্ষিণ সুনামগঞ্জ ইউএনও জেবুননাহার শাম্মী, জামালগঞ্জ ইউএনও বিশ্বজিত দেব, বিশ্বমভর পুর ইউএনও জাদিদ রহিম, দোয়ারাবাজার ইউএনও সোনিয়া সুলতানা,ধর্ম পাশা ইউএনও মুনতাসির হাসান, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা মোহাম্মদ সাহিদুর রহমান প্রমুখ।
সভায় সুনামগঞ্জের বিভিন্ন বালু পাথর অবৈধ উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট সবাই কে সতর্ক থাকা, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার নির্দেশ দেন। শহরের পশ্চিম বাজার এলাকার মদের দোকান সরানো, করোনাভাইরাসের ভ্যাকসিন নেয়া , তাহির পুরে সাংবাদিক কামাল হোসেনের নির্যাতন কারী বাকী আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবী সহ অপরাধ বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।