সিলেটের ফেঞ্চুগঞ্জে পিসটিভির আলোচক মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসূফের গাড়িবহরে হামলার ঘটনায় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় মাওলানা আব্দুর রাজ্জাকের গাড়ি ভাঙচুর ছাড়াও তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। রোববার বিকেলে ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসূফ দুপুরে ফেঞ্চুগঞ্জের ওই এলাকায় একটি অনুষ্ঠানে যান। এ সময় সেখানে তার বক্তৃতাকে কেন্দ্র আল-ইসলাহ সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মাওলানা আবদুর রাজ্জাক ফেরার পথে তার গাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়। এ খবর পেয়ে স্থানীয়দের একাংশ মাওলানা আব্দুর রাজ্জাকের পক্ষে অবস্থান নিয়ে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়। এ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের কাছ থেকে আল ইসলাহ ছাত্র সংগঠন তালামীযের ৪ কর্মীকে উদ্ধার করে। ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত হোসেন জানিয়েছেন- আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গাড়িতে হামলা করে আল ইসলাহের লোকজন। পরে স্থানীয় এলাকাবাসী ও অনুষ্ঠানের আয়োজকরা পাল্টা হামলা করে তালামীযের কর্মীদের ৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। কয়েকজন আহত হয়েছেন বলে জানান ওসি।সুত্র মানবজমিন