• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে মৈশাপুর মাদরাসায় আল্লামা মামুনুল হক- দূর্বল ঈমান নিয়ে ফেৎনার মোকাবেলা করা যাবে না

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২১
ছাতকে মৈশাপুর মাদরাসায় আল্লামা মামুনুল হক- দূর্বল ঈমান নিয়ে ফেৎনার মোকাবেলা করা যাবে না

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা মামুনুল হক বলেছেন, রাসুল (সা:) হাদীস অনুযায়ী যে ব্যক্তি চারটি কাজ করবে সে ব্যক্তি তার ইমানকে পরিপূর্ন করে নিবে। দূর্বল ইমান নিয়ে ফেৎনার মোকাবেলায় ঠিকা যাবে না, কবরে পার পাওয়া যাবে না, হাশরে শান্তি পাওয়া যাবে না, ফুলসিরাত পার হওয়া যাবে না। ভেজালমুক্ত ইমান আমাদের গ্রহণ করতে হবে। কাজগুলো হলো, কাউকে ভালবাসতে হবে আল্লাহর জন্য, কারও প্রতি শত্রুতা রাখতে হবে আল্লাহর জন্য, কাউকে কোন কিছু দিবে এবং দিবেনা এটিও আল্লাহর জন্য হতে হবে। তিনি বলেন,
রাজনৈতিক কিছু কুফুরি মতবাদের কারণে দেশের অসংখ্য মুসলমানদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে। এসব কুফুরি মতবাদ থেকে আমাদের সজাগ থাকতে হবে। দেশ এবং জনগনের কল্যাণে এবং জাতির উন্নয়নে রাজনীতি করতে হবে। ইমান বন্ধক কিংবা বিক্রি করে কোন রাজনৈতিক করা যাবে না। দুনিয়া আখেরাতে কামিয়াবি হতে হলে হকের উপর অঢল থাকতে হবে এবং এক আল্লাহর উপর ইমান রাখতে হবে। শনিবার রাতে ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কুরআন মৈশাপুর কর্তৃক আয়োজিত ৪৩ তম বার্ষিক ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাউয়াবাজার মাদরাসার মুহতামীম মাওলানা আবদুস ছোবহানের সভাপতিত্বে ও মৈশাপুর জামেয়ার মুহতামীম হাফেজ মাওলানা আবদুস সামাদ এর পরিচালনায় অনুষ্ঠিত মহা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তর বঙ্গের মাওলানা আবদুল লতিফ খান, ঢাকার মাওলানা জাফর আহমদ হেলালী, সিলেটের মাওলানা আবদুল মুমিনসহ স্থানীয় উলামায়ে কেরামগন।