• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় রবিবার ২৫৮ জনের মৃত্যু, আক্রান্ত ১০,৯৭২ জন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২১
ইংল্যান্ডে করোনায় রবিবার ২৫৮ জনের মৃত্যু, আক্রান্ত ১০,৯৭২ জন

বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। ডিসেম্বর মাসে লকডাউন শুরু হওয়ার পর থেকে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় আরো ২৫৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ছিলো ৬২১ জন, শুক্রবার ছিলো ৭৫৮ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ১৬৬ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০,৯৭২ জন। গতকাল শনিবার ছিলো ১৩,৩০৮ জন, শুক্রবার ছিলো ১৫,১১৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৩৮ হাজার ৭৮ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ হাজার ৩৪১ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ২৯৪৩ জন।

এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ৬২ হাজার ১৮৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ৩৭ হাজার ৭১৫ জন।