• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরের বাধ নির্মাণ কাজ শেষ করার কঠোর নির্দেশ পাউবো‘র অতিরিক্ত মহাপরিচালকের

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১
২৮ ফেব্রুয়ারির মধ্যে হাওরের বাধ নির্মাণ কাজ শেষ করার কঠোর নির্দেশ পাউবো‘র অতিরিক্ত মহাপরিচালকের

লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ:বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাাপরিচাল মোঃ ফজলুর রশিদ বলেছেন বোরো ফসলের উপর সুনামগঞ্জ্জের কষকরা নির্ভরশীল  তাই   ফসল  রক্ষাবাঁধের কাজ       গুুরুত্বপূর্ণ। মজবুত করে  , স্বচ্ছতা নিশ্চিত করে     কাজ    করার  নির্দেশ দেন। সুনামগঞ্জের  ফসল রক্ষাবাধ পরির্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক  (পূর্ব) রিজিয়ন মো  ফজলুর রশিদ।  আজ দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মাহসিং নদীর তীরবর্তী চার টি প্রকল্প বাস্তবায়ন কমিটির বাধের কাজ ঘুরে দেখেন।  এসময় তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের সংগে বাধের কাজের অগ্রতি নিয়ে কথা বলেন। পরিদর্শনকালে তার সংগে ছিলেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশিমোহন সরকার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী  কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, হাওর বাচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ। পরিদর্শন শেষে অতিরিক্ত মহা পরিচালক বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যেই  হাওরের ফসল রক্ষা বাধ নির্মাণের কাজ শেষ করতে হবে। বাধ নির্মাণে কোন ধরনের অনিয়ম হলে কাঠোর হস্তে দমন করা হবে। বাধের ঝুঁকিপুর্ণ অংশে কজওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  এ প্রকল্প অনুমোদন হলে ফসল রক্ষা বাধ নির্মাণের ব্যয় অনেকাংশে কমে যাবে। সুনামগঞ্জে দ্বিতীয় পর্যায়ে  নদী খননের কাজ অচিরেই শুরু করা হবে।  তখন হাওর এলাকার নদী গুলোর পানি ধারণ ক্ষমতা এবং পানি প্রবাহ বৃদ্ধি পাবে। কার্যাদেশ অনুযায়ী দ্রুত বাধ নির্মাণের তাগিদ দেন প্রকল্প বাস্তুবায়ন কমিটিকে।