• ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিশুদের মধ্যে টিকার প্রতিক্রিয়া পরীক্ষা করবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১
শিশুদের মধ্যে টিকার প্রতিক্রিয়া পরীক্ষা করবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা

বিবিএন নিউজ ডেস্ক : অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অ্যাস্ট্রাজেনেকা পিএলসির সঙ্গে যৌথভাবে উৎপাদিত তাদের করোনাভাইরাস টিকা শিশুদের জন্য নিরাপদ কিনা ও এটি তাদের মধ্যে কী প্রতিক্রিয়া তৈরি করে তা মূল্যায়ন করতে প্রথমবারের মতো একটি গবেষণা শুরু করেছে।

টিকাটি ৬ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে কার্যকর কিনা তা মাঝ পর্যায়ের নতুন এ ট্রায়ালে নির্ধারিত হবে বলে শনিবার এক ইমেইল বিবৃতিতে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে।

এ পরীক্ষার জন্য প্রায় ৩০০ স্বেচ্ছাসেবীকে নিবন্ধিত করা হবে আর তাদের চলতি মাসেই টিকার প্রথম ডোজ দেওয়ার যাবে বলে আশা করছে অক্সফোর্ড।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই ডোজের অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার টিকা সস্তা ও কিছু প্রতিদ্বন্দ্বী টিকার তুলনায় সহজে বিতরণযোগ্য হওয়ায় একে ‘বিশ্বের টিকা’ বলা হচ্ছে।

অ্যাস্ট্রাজেনেকা চলতি বছরে তিনশত কোটি ডোজ টিকা উৎপাদনের লক্ষ্য নিয়েছে আর এপ্রিল থেকে প্রতি মাসে ২০ কোটিরও বেশি ডোজ উৎপাদন করবে বলে জানিয়েছে।(জনমত)