• ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হার্ট ফাউন্ডেশন সুনামগঞ্জ শাখার কমিটি গঠন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১
হার্ট ফাউন্ডেশন সুনামগঞ্জ শাখার কমিটি গঠন
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: হার্ট ফাউন্ডেশন সুনামগঞ্জ শাখার ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ সৈয়দ মনোয়ার আলী ,সাধারণ সম্পাদক সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুর নুর ,যুগ্ম সম্পাদক জুয়েল আমিন সহ বিভিন্ন শ্রেণী পেশার ২৩ সদস্য বিশিষ্ট কমিটির প্রাথমিক অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় হার্ট ফাউন্ডেশন।
শনিবার হার্ট ফাউন্ডেশন সুনামগঞ্জ শাখার প্রথম সভা শহরের পুরাতন বাসস্টেশনে অস্থায়ী কার্যালয়ে হার্ট ফাউন্ডেশন সুনামগঞ্জ শাখার সভাপতি ডাঃ সৈয়দ মনোয়ার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর নূরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন  যুগ্ম সম্পাদক জুয়েল আমিন, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ার ক্রস, প্রফেসর দিলীপ কুমার মজুমদার, ডাঃ আব্দুল হাকিম, খন্দকার মনজুর আহমদ, খন্দকার গিয়াস উদ্দিন, এড‌ভো‌কেট প,মূখবজলুর রশিদ, এড‌ভো‌কেট আইনুল ইসলাম বাবলু, সাংবাদিক লতিফুর রহমান রাজু পংকজ দে,আবুল কালাম,  প্রমুখ।
সভায় হার্ট ফাউন্ডেশন সুনামগঞ্জ শাখার জন্য একটি হাসপাতাল নির্মাণের উপর গুরুত্বারোপ করেন। এ জন্য সদস্য দের একটি জায়গা দেখার অনুরোধ করেছেন।