• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাকিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১
পাকিস্তানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ দেশটির পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া, বালুচিস্তান, পাকিস্তান দখলকৃত কাশ্মীর এবং গিলগিট-বালটিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। রাতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে এ খবর দিয়েছে করাচিভিত্তিক ডন। ভূমিকম্প আঘাত হানার পরপরই ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, মুজাফরাবাদসহ বিভিন্ন এলাকায় মানুষ রাস্তায় নেমে আসে। তাদের মধ্যে ব্যাপক ভীতির সঞ্চার হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, ভূমিকম্পের পর আফটার শক আঘাত হানতে পারে। একইদিনে ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।সুত্র মানবজমিন