• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডের হাসপাতালগুলোতে অপারেশনের জন্য ১ বছরের বেশি সময়ের জট

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১
ইংল্যান্ডের হাসপাতালগুলোতে অপারেশনের জন্য ১ বছরের বেশি সময়ের জট

বিবিএন নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারির কারনে ইংল্যান্ডের প্রায় ২লাখ ২৫ হাজার মানুষ হাসপাতালের রুটি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের সবাইকে এক বছরের বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। যা ২০০৮ সালের

এপ্রিলের চেয়েও বেশি। আজ এনএইচএস ইংল্যান্ড এ তথ্য প্রকাশ করেছে। বিবিসি জানায় এই তালিকায় হাঁটু এবং হিপ সার্জারির জন্য অপেক্ষমান ব্যক্তিও রয়েছেন।

গত ডিসেম্বর মাসে করোনামহামারির সময়ে কভিড রোগী বাড়তে থাকায় প্রায় সকল ধরনের অপারেশন স্থগিত করা হয়েছিলো।এ বছরের জানুয়ারী মাসে সকল হাসপাতালের এক তৃতীয়াংশ কভিড রোগীদের জন্য দেয়া হয়।(ওয়ানবাংলা)