• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ব্রিটিশ সংবাদপত্রের বিরুদ্ধে মামলায় জিতলেন রাজ বধূ মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২১
ব্রিটিশ সংবাদপত্রের বিরুদ্ধে মামলায় জিতলেন রাজ বধূ মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি

বিবিএন নিউজ ডেস্ক : বাবাকে লেখা একটা চিঠি প্রকাশ করায় ব্রিটিশ ট্যাবলয়েড মেইল অন সানডের প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছিলেন ব্রিটেনের ডাচেস অব সাসেক্স এবং তার স্বামী প্রিন্স হ্যারি। সেই মামলায় জয় পেয়েছেন তারা।

২০১৯ সালের শুরুর দিকে ট্যাবলয়েডটি মেগানের হাতে লেখা একটি চিঠি প্রকাশ করে, যেটি তিনি তার বাবা টমাস মার্কেলকে ২০১৮ সালে পাঠিয়েছিলেন। চিঠিতে তিনি বাবার সঙ্গে তার ভেঙে পড়া সম্পর্ক এবং ট্যাবলয়েড গণমাধ্যমের সঙ্গে বাবার যোগাযোগের কারণে সৃষ্ট মনোবেদনার কথা জানান।

মেয়ের লেখা সেই চিঠিটিও মেইল অন সানডেকে দিয়েছিলেন টমাস মার্কেল। আর সেটি প্রকাশ করে দেয় মেইল অন সানডে। লন্ডনের এক আদালত সংক্ষিপ্ত রায়ে চিঠিটির বিষয়বস্তু প্রকাশকে ব্যক্তিগত গোপনীয়তার চরম লংঘন বলে জানিয়েছে। মেগান এই রায়কে স্বাগত জানিয়েছেন। সিএনএন/জনমত