• ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বৃটেনে মিথ্যা ক্যান্সারের কথা বলে তহবিল সংগ্রহের দায়ে নারীর কারাদণ্ড

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২১
বৃটেনে মিথ্যা ক্যান্সারের কথা বলে তহবিল সংগ্রহের দায়ে নারীর কারাদণ্ড

বিবিএন নিউজ ডেস্ক : মিথ্যা ক্যান্সারের কথা বলে তহবিল সংগ্রহের দায়ে এক নারীকে সাজা দিয়েছে বৃটেনের একটি আদালত। ৪২ বছর বয়সী নিকোল এলকাব্বাস নামের ওই নারী দাবি করে আসছিলেন তিনি ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত। এর চিকিৎসার জন্য তিনি সাহায্য চেয়ে তহবিল গঠন করেন। এতে জমা পরে ৫২ হাজার ইউরোর থেকেও বেশি অর্থ। এই অর্থ তিনি ব্যয় করতেন তার জাঁকজমকপূর্ণ জীবনের জন্য।

ডেইলি মেইল জানিয়েছে, প্রতারণার জন্য গোফান্ডমি নামের একটি ওয়েবসাইট ব্যবহার করেন এলকাব্বাস। সেখানে প্রাপ্ত অর্থ তিনি তার নিজের একাউন্টে নিয়ে নেন। সেই অর্থ তিনি ব্যয় করেন জুয়া খেলে এবং আগের ঋণ পরিশোধে।

এছাড়া তিনি ব্যয়বহুল জীবনযাপন শুরু করেন। টটেনহামের একটি ম্যাচ দেখতে খরচ করেন সাড়ে তিন হাজার ইউরো। (জনমত )