বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও কমেছে মৃত্যু। গত ২৪ ঘন্টায় আরো ৬৭৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ছিলো ১০০১ জন, মঙ্গলবার ছিলো ১০৫২জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৫২৯ জন।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩,৪৯৪ জন। গতকাল বুধবার ছিলো ১৩০১৩ জন, মঙ্গলবার ছিলো ১২,২৬৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৯৮ হাজার ৬৫৫ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫ হাজার ৬২১ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ৩১৩২ জন।
এপর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ৯ হাজার ১০৮ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ২৪ হাজার ৪৪৭ জন।