• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

ছাতক শহরে দিনে-দুপুরে গরু চুরির অভিযোগে আটক ৩

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২১
ছাতক শহরে দিনে-দুপুরে গরু চুরির অভিযোগে আটক ৩

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকবাজার থেকে দিনে-দুপুরে একটি গাভী গরু চুরির অভিযোগে পিকআপ চালকসহ তিনজনকে আটক করেছে জনতা। আটকের পর তাদেরকে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে ছাতকবাজার স্কুল মার্কেটের সামনে।
জানা যায়, ছাতকবাজারের স্কুল মার্কেট এলাকায় ঘাস খাওয়া অবস্থায় স্থানীয় এক ব্যক্তির গাভী গরুটি চোরেরা পিকআপে তুলে নেয়ার সময় জনতা ধাওয়া করে আটক করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক হওয়া উপজেলার কালারুকা ইউনিয়নের হাদিছ আলীর ছেলে রিপন মিয়া(২৪), সিলেটের দক্ষিন সুরমার জালালপুর গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে পিকআপ চালক সজিব মিয়া (২৫) ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নোয়াগাঁও গ্রামের বোরহান উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। ছাতক থানার এসআই ইয়াছিন মিয়া পিকআপসহ তিন চোরকে আটক ও চুরি হওয়া গাভী গরু উদ্ধারের সত্যতা স্বীকার করেছেন।