• ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রজব, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে ৬ সপ্তাহ পর করোনায় রবিবার সর্বনিম্ন ৩৭৩ জনের মৃত্যু,আক্রান্ত ১৫,৮৪৫ জন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২১
ইংল্যান্ডে ৬ সপ্তাহ পর করোনায় রবিবার সর্বনিম্ন ৩৭৩ জনের মৃত্যু,আক্রান্ত ১৫,৮৪৫ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে  গত ৬ সপ্তাহ পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার সর্বনিম্ন মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় আরো ৩৭৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেছিলেন ৩৫৭ জন। গতকাল শনিবার ছিলো ৮২৮ জন, শুক্রবার ছিলো ১০১৪ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৪৬৫ জন।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫,৮৪৫ জন। গতকাল শনিবার ছিলো ১৮,২৬২ জন, শুক্রবার ছিলো ১৯,১১৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৪৫ হাজার ৬৮০ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯ হাজার ৩২৬ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ৩৫০৫ জন।

এপর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ২০ লাখ ১৪ হাজার ২৮৮ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ১১ হাজার ৪৪৭ জন।