বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে গত ৬ সপ্তাহ পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার আবারো সর্বনিম্ন মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় আরো ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ছিলো ৩৭৩ জন, শনিবার ছিলো ৮২৮ জন, শুক্রবার ছিলো ১০১৪ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৭৯৮ জন।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪১০৪ জন। গতকাল রবিবার ছিলো ১৫,৮৪৫ জন, শনিবার ছিলো ১৮,২৬২ জন, শুক্রবার ছিলো ১৯,১১৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ৫৯ হাজার ৭৮৪ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯ হাজার ৩২৬ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ৩৫০৫ জন।
এপর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ৬ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লাখ ১২ হাজার ৫৮১ জন।
