বিবিএন নিউজ ডেস্ক : শেফিল্ডে কভিড আইন ভঙ্গ করে অবৈধভাবে স্টুডেন্ট পার্টি আয়োজন করায় ৩৪ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। পার্টিতে ১৫০ জনের বেশি লোকের উপস্থিতি ছিলো বলে মনে করছে পুলিশ।
খবর পেয়ে পুলিশ শেফিল্ডের রানমো স্টুডেন্ট ভিলেজে গেলে অনেকেই পুলিশকে প্রবেশ করতে বাধা দেয়। সাউথ ইয়র্কশায়ার পুলিশ জানায়, অনেকেই বের হয়ে যাওয়ার সময় তাড়াহুড়ায় এক পুলিশ অফিসার আহত হয়েছেন।
পুলিশ আয়োজককে ১০ হাজার পাউন্ড জরিমানা এবং ৩০ জনের বেশি স্টুডেন্টকে ৮০০ পাউন্ড করে জরিমানা করেন।
বৃহস্পতিবার রাত দেড় টায় ইউনিভার্সিটির নিরাপত্তা রক্ষিরা পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে পার্টি ভেঙ্গে দেয়।(জনমত )