• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ পৌরসভার নব‌নির্বা‌চিত মেয়র ও কাউ‌ন্সিলরদের শপথ ও অভিষেক সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২১
সুনামগঞ্জ পৌরসভার নব‌নির্বা‌চিত মেয়র ও কাউ‌ন্সিলরদের শপথ ও অভিষেক সম্পন্ন

লতিফুর রহমানরাজু,  সুনামগঞ্জ:দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত  সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে নির্বাচিত    মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ ও  অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান (এনডিসি) সুনামগঞ্জ পৌর মেয়র, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণে অংশ নেন দ্বিতীয় বার নির্বাচিত পৌর মেয়র না‌দের বখত, সংর‌ক্ষিত ম‌হিলা কাউন্সিলর পেয়ারা বেগম, সা‌মিনা চৌধুরী ম‌নি, সৈয়দা জাহানারা বেগম, সাধারণ ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর আবুল হাসনাত কাওছার, সৈয়দ ইয়া‌সিনুর র‌শিদ, মোশারফ হো‌সেন, চঞ্চল কুমার লে‌ৗহ, গোলাম সা‌বেরীর সাবু, আবা‌বিল নূর, আহসান জা‌মিল আনাস, আহ‌মেদ নূর, গোলাম আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব ও পরিচালক, স্থানীয় সরকার) মো. ফজলুর কবীর, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।
এদিকে বিকাল ৪ টায় সুনামগঞ্জ পৌর চত্বরে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলর দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে পর্যায় ক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট  ,লেখক এডভোকেট হোসেন তওফিক চৌধুরী, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু সাবেক সভাপতি এডভোকেট চান মিয়া, এড‌ভো‌কেট সামসুল আবেদীন  বিশিষ্ট ব্যবসায়ি জিয়াউল হক সহ গণ্য মান্য ব্যক্তিবর্গ।  তাদের পুষ্প মাল্য দিয়ে বরণ করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।