• ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ছাতক-দোয়ারার এমপি মানিক প্রথম টিকাদান করবেন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২১
সুনামগঞ্জে ছাতক-দোয়ারার এমপি মানিক প্রথম টিকাদান করবেন
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: আগামীকাল ৭ ফেব্রুয়ারি সকাল ৮টায় সুনামগঞ্জ সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুহিবুর রহমান মানিক প্রথম টিকাদান করে আনুষ্ঠানিক ভাবে কর্মসূচির সুচনা করবেন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.শামস উদ্দিন। পরে বিভিন্ন পর্যায়ের সম্মুখ যোদ্ধাদের দেয়া হবে রেজিষ্টেশনের মাধ্যমে।
সুনামগঞ্জ জেলার জন্য ৮৪ হাজার ভ্যাকসিন প্রদান করা হয়েছে। উপজেলা গুলোতেও টিকাদান করা হবে। এজন্য সকল প্রস্তুতিমূলক ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন।