• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাউথ লন্ডনে ছুরিকাঘাতে ১ জনের মৃত্যু,কমপক্ষে ৯ জন আহত

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২১
সাউথ লন্ডনে ছুরিকাঘাতে ১ জনের মৃত্যু,কমপক্ষে ৯ জন আহত

বিবিএন নিউজ ডেস্ক :সাউথ লন্ডনে অল্প সময়ের মধ্যে ছুরিকাঘাতের ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরো ৯ জন। শুক্রবার সন্ধ্যায় ক্রয়ডনে ৫টি ছুরিকাঘাতের ঘটনার রিপোর্ট পায় পুলিশ।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে সবগুলো ঘটনাই যে একই সূত্রে জড়িত এর কোন সঠিক প্রমান এখনো পাওয়া যায়নি।

শনিবার সকাল থেকে ক্রয়ডন জুড়ে অতিরিক্ত স্টপ এন্ড সার্চের ক্ষমতা দেয়া হয়েছে পুলিশকে। পুলিশ জানায় ঘটনাগুলো ঘটে শুক্রবার রাত ৭টা থেকে ৯টার মধ্যে।
এই ঘটনায় ক্রয়ডনের উইসবিচ রোড়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরো দুই জনের অবস্থা আশংকাজনক। পৃথক ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।(ওয়ানবাংলা)