• ৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৮ই রমজান, ১৪৪৪ হিজরি

প্রখ্যাত আলেম শায়খ আহমাদুল্লাহ করোনায় আক্রান্ত

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২১
প্রখ্যাত আলেম শায়খ আহমাদুল্লাহ করোনায় আক্রান্ত

বিবি এন নিউজ ঢাকাঃ দেশের প্রখ্যাত আলেম ও ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে শাসকষ্ট শুরু হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে তার নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।  স্ট্যাটাসে বলা হয়- ‘আপনাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গতকাল তিনি অসুস্থতার তীব্রতা অনুভব করেন। রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা গুরুতর হলে রাত ৩টায় তাঁকে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তাঁর শরীর থেকে কোভিড টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। সুত্র দৈনিক মানবজমিন

টেস্টে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। আমাদের প্রাণপ্রিয় শায়খের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।”