• ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডের বার্মিংহামে ট্যাক্সি চালককে গুলি করে হত্যা

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২১
ইংল্যান্ডের বার্মিংহামে ট্যাক্সি চালককে গুলি করে হত্যা

বিবিএন নিউজ ডেস্ক : বার্মিংহামের এক ট্যাক্সি চালকে রাস্তায় গুলি করা হলে তিনি হাসপতালে মৃত্যু বরণ করেন। রবিবার রাত সাড়ে ১২টায় ডুডলির কুইন্স ক্রসে এই গুলির ঘটনা ঘটে। এতে মোহাম্মদ হারুন জেব মারাত্মক আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানাগেছে নিহত মোহাম্মদ হারুন জেব এর সেদিন জন্মদিন ছিলো। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৯ বছর। তার ৪ সন্তান রয়েছে। তাঁর মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারলেও তদন্তে গতি বাড়ানো হয়েছে। পুলিশ প্রত্যক্ষ দর্শীদের সহযোগিতা চেয়েছে।