• ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২১
ছাতকে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ছাতক প্রতিনিধি: ছাতকে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে বড় ভাই’র হাতে ছোট ভাই খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামে। নিহত পারভেজ মিয়া (৩৮) গ্রামের মৃত লিলু মিয়ার পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি ও তুমুল ঝগড়া চলছিলো। এক পর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে উভয় ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাঁধলে বড় ভাই সমুজ মিয়ার (৬০) বল্লমের আঘাতে ছোট ভাই পারভেজ মিয়া গুরুতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সমুজ মিয়াকে আটক করেছে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।