ছাতক প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক সংবাদ, দৈনিক শুভ প্রতিদিন ও দৈনিক সুনামগঞ্জের সময়’র উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফির উপর হামলা ও গাছের সাথে বেঁধে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার সম্পাদক জুনাইদ আহমদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজসহ নেতৃবৃন্দরা বলেন, পেশাগত কারনে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তোলতে গিয়ে স্থানীয় সংঘবদ্ধ পাথরখেঁকোদের দ্বারা সাংবাদিকের উপর পৈশাচিক হামলা ও মারধরের ঘটনায় আমরা উদ্বিগ্ন। এধরণের ন্যাক্কারজনক ঘটনা স্বাধীন সাংবাদিকতায় নগ্ন হস্তক্ষেপ। আমরা এধরনের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।