• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঢাকায় কর্মরত সিলেট বিভাগের সাংবাদিকদের মানববন্ধন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২১
সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঢাকায় কর্মরত সিলেট বিভাগের সাংবাদিকদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি:  সুনামগঞ্জের জাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তোলার কারণে সাংবাদিক কামাল হোসেনের উপর বর্বর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ঢাকায় কর্মরত সিলেট বিভাগের সাংবাদিকরা।

গতকাল বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার ইউনিটির সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মানব কণ্ঠের চিফ রিপোর্টার বাছির জামাল। বক্তব্য রাখেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আজিজুল পারভেজ, মানব জমিনের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিত ভট্টাচার্য ও ঝর্ণা মনি, সময়ের আলোর স্টাফ রিপোর্টার স্বপ্না চক্রবর্তী প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক কামাল হোসেনের উপর বর্বর হামলাকারী নদীখেকো দুবৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে এ রকম ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে। পরিবেশ বাঁচাতে নদীকে রক্ষা করতে হবে। দুবৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।