• ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আরও ১জনকে গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২১
তাহিরপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আরও ১জনকে গ্রেফতার
লতিফুর রহমান রাজু সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে নদীর পাড় কেটে বালি উত্তোলনের ছবি তুলতে গিয়ে স্থানীয় সাংবাদিক কামাল হোসেনকে (৩০) গাছের সাথে বেঁধে মারধরের মামলার এজাহার নামীয় আসামী উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের আনামত আলীর পুত্র রইস উদ্দিন (৪০) কে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।
বুধবার (৩ ফেব্রুয়ারী) ভোর রাতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. রাজিবুল ইসলাম, এস আই মাহমুদুল হাসান, এ এস আই রাজু কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মানিগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার উপ পরিদর্শক (এসআই) দীপঙ্কর বিশ্বাস।

এর আগে ঘটনার ভিডিও ফুটেজ দেখে সোমবার ঘাগটিয়া এলাকার সামু মিয়ার ছেলে ফয়সাল আহমেদ, শাহনুর মিয়ার ছেলে আনহারুল ইসলাম, ছবিরুল ইসলামের ছেলে তাহির হোসেন, গোলাম হোসেনের ছেলে মাসবিরুল ইসলাম আটক করে পুলিশ।

উল্লেখ্য, সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সাংবাদিক কামাল হোসেন ছবি তুলতে যান।

এসময় স্থানীয় বালু পাথরখেকো চক্র সাংবাদিক কামাল হোসেনকে হামলা করে ঘাগটিয়াবাজারে জনসম্মূখে গাছের সাথে বেঁধে নির্যাতন করে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার বাদাঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম জানিয়েছেন বাকি আসামিদের আটক করতে পুলিশ বিভিন্ন স্হানে অভিযান অব্যাহত রেখেছে।খুব শীঘ্রই আটক করা হবে বলেও তিনি আশাবাদী।