বিবিএন নিউজ ডেস্ক : ইস্ট লন্ডনের একটি পার্কে জগিং করার সময় দিনে দুপুরে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এক শ্বেতাঙ্গ পুরুষকে খুঁজছে পুলিশ।
মেট পুলিশ জানিয়েছে, ১লা ফেব্রুয়ারী দুপুর ২টা ৩০ মিনিটের সময় ইলফোর্ডের গুডমেইজ পার্কে জগিং করার সময় ১৪ বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। বাস্কেট বল কোর্টের নিকট থেকে সে জগিং শুরু করেছিল। পার্ক ঘুরে আসার সময় একজন পুরুষ তাকে ঝাপটে ধরে গাছ-গাছালির আড়ালে নিয়ে যায়।
সন্দেহভাজন ধর্ষক শ্বেতাঙ্গ এবং তার বয়স আনুমানিক ১৭ থেকে ২০ বছর বলে পুলিশ জানিয়েছে। তার উচ্চতা প্রায় ৬ ফুট। মাথায় লম্বা চুল এবং অল্প গোঁফ আছে। তার পরনে নীল রঙের ট্র্যাকস্যুট বটম এবং লম্বা কালো জ্যাকেট ছিল। পুলিশ তাকে খুঁজছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য আহ্বান করেছে পুলিশ।(জনমত )