• ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পাকিস্তানে ৪ টিকটকারকে গুলি করে হত্যা

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২১
পাকিস্তানে ৪ টিকটকারকে গুলি করে হত্যা

বিবিএন নিউজ ডেস্ক:পাকিস্তানের করাচিতে এক নারীসহ চার টিকটকারকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে করাচির গার্ডেন এলাকার আনক্লেসারিয়া হাসপাতালের কাছে এই ঘটনা ঘটেছে।-খবর ডনের

শহর পুলিশের জ্যেষ্ঠ সুপারইনটেনডেন্ট সরফরাজ নওয়াজ শেখ বলেন, নিহতরা সবাই সামাজিকমাধ্যমে সক্রিয় ছিলেন। বিশেষ করে টিকটকে তারা ভিডিও পোস্ট করতেন।

নিহতদের দুজন হলেন, মুসকান ও আমির। কর্মকর্তারা বলেন, আমিরকে ফোন দিয়ে সোমবার দেখা করতে বলেন মুসকান।

বন্ধু রেহান ও সাজ্জাদকে নিয়ে যেতে আমি একটি গাড়ির আয়োজন করেন। তারা শহরে ঘুরে বেড়ান এবং মুসকান ও আমির টিকটক ভিডিও বানান।

কিন্তু হাসপাতালের কাছে আসলে তারা হামলার শিকার হন। গাড়ির মধ্যেই ওই নারীকে হত্যা করা হয়েছে।

আর বাকি তিন জনকে গাড়ি থেকে বের করে গুলি করা হয়। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

রেহান ও সাজ্জাদও ভিডিও বানিয়ে টিকটকে পোস্ট করতেন।