• ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকে ডাক্তার লাঞ্চিত : সোহাগ জেল হাজতে

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২১
ছাতকে ডাক্তার লাঞ্চিত : সোহাগ জেল হাজতে

ছাতক প্রতিনিধি :: ছাতকের চরেরবন্দ এলাকার এক মহিলা রোগীর ভর্তিকে কেন্দ্র করে হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার কবির আহমদকে শারিরীকভাবে লাঞ্চিত করেছে সোহাগ আহমদ নামের এক যুবক।

পুলিশ ঘটনাস্থল থেকে সোহাগ আহমদকে গ্রেফতার করে বিকেলে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।সোমবার ভোরে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

সোহাগ আহমদ (৩০) ছাতক কাস্টম রোড এলাকার মাসুক মিয়ার পুত্র।মধ্যপ অবস্থায় সে এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে।

এব্যাপারে ডাক্তার কবির আহমদ বাদী হয়ে ছাতক থানায় (মামলা নং ২) দায়ের করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামি সোহাগ আহমদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।