• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২১
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:আর্তমানবতাবাদী সংগঠন ফ্রি হ্যান্ড সোশ্যাল নেটওয়ার্ক বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার কনফারেন্স হল রুমে
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শফিকুল ইসলাম জিহাদী। সাধারণ সম্পাদক এইচ কিউ এম সেলিম আহমদ কাওছারের পরিচালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদুল আহাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, গোবিন্দগঞ্জ অাবদুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন বাহার, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুছ সালাম, আল্লামা বালাউটি (রঃ) এর সুযোগ্য ছাহেবজাদা মাওলানা ডা. শাহ শাফিউর রহমান বালাউটি, সুনামগঞ্জ জেলা আল-ইসলাহর অফিস সম্পাদক, সিংচাপইড় অালিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুখতার আহমদ, ছাতক উপজেলা (উত্তর) আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ লতিফী, লতিফিয়া ক্বারী সোসাইটি ছাতক উপজেলা (উত্তর) এর সাধারণ সম্পাদক ক্বারী আবদুল জব্বার, ছাতক বাগবাড়ী জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল লেইছ ফারুকী, সংগঠনের কোষাধ্যক্ষ হাফেজ আশিক উদ্দিন, সাবেক তালামীয নেতা হাফেজ আবদুল হান্নান, ছাতক জালালিয়া মাদরাসার শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন, তরুণ সমাজসেবী আবদুল্লাহ আল তারেক, সদস্য হাফেজ ইসলাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন সংগঠনের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোসাদ্দিক হোসাইন লতিফী। সভা শেষে অসহায়দের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।