• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকের এলপি উচ্চ বিদ্যালয়ে এমপি মানিককে সংবর্ধনা,চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২১
ছাতকের এলপি উচ্চ বিদ্যালয়ে এমপি মানিককে সংবর্ধনা,চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

বিবিএন নিউজ ডেস্ক: ছাতক-দোয়ারা বাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শিক্ষার প্রসারে সরকার দেশে ব্যাপক উন্নয়ন কাজ পরিচালনা করছে। উন্নত শিক্ষাব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সরকার উচ্চ শিক্ষাকে সাধারণ ছাত্র-ছাত্রীদের দোরগোড়ায় পৌছে দিয়েছে। করোনা মহামারীতেও অনলাইনের মাধ্যমে শিক্ষাব্যবস্থা কার্যক্রম চালু রাখা হয়েছে। ছাতক উপজেলার লাকেশর বাজার এল.পি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও বিদ্যমান একাডেমিক ভবনের উর্ধ্বমূখী (২য় ও ৩য় তলা) সম্প্রসারন কাজের শুভ উদ্ভোধন উপলক্ষে আয়োজিত বিশাল গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার বিদ্যালয় মাঠে ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এবং এল.পি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গয়াছ আহমদের সভাপতিত্বে ও মালয়েশিয়া ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী ও সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী (অঃদ্রঃ) শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর নজরুল হাকিম, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন, ছাতক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শায়েস্তা মিয়া, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখলাকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুনিল চন্দ্র রায়। বক্তব্য রাখেন, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরুজ আলী মেম্বার, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুজিব মালদার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক খলিলুল ইসলাম আশা, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফয়জুল হক, হারুন মিয়া প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন এল.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম আশিকুর রহমান। সভার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী সাদিকা বেগম এবং গীতা পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষক বাবু কমল কান্ত রায় তালুকদার। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে ফুলেল শুভেচ্ছা জানান এল.পি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এছাড়া সাংসদ মানিককে ইউনিয়ন যুবলীগ, শেখ রাসেল স্মৃতি পরিষদ, লাকেশ্বর দাখিল মাদরাসা, শেখ কামাল যুব পরিষদ ও বড় পলির গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।