বিবিএন নিউজ ডেস্ক: বিলেত প্রবাসী আলহাজ খছরু চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৪ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থ গ্রামের বাসিন্দা। মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বড় ভাই খছরু চৌধুরী ১৯৬২ সালে বিলেত যান। এরপর থেকে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
আগামীকাল মঙ্গলবার বৃটেনে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। আলহাজ খছরু চৌধুরীর মৃত্যুতে মানবজমিন পরিবার গভীর শোক প্রকাশ করার পাশাপাশি মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।