• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ মেয়র নির্বাচিত

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২১
জকিগঞ্জে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ মেয়র নির্বাচিত

বিবিএন নিউজ ডেস্ক :সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ নির্বাচিত হয়েছেন।আব্দুল আহাদ ২ হাজার ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নারিকেল গাছ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দীতা করেন। আহাদ উপজেলা যুবলীগের আহবায়ক ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে তাকে বহিস্কার করা হয়। আহাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের আরেক বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক (বহিস্কৃত) ফারুক আহমদ জগ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী ইসলামী সংগঠন আল ইসলাহর পৌর সভাপতি হিফজুর রহমান মোবাইল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮৫ ভোট।