• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ:সিলেটে জিপিএ-৫ বেড়েছে তিনগুণ

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২১
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ:সিলেটে জিপিএ-৫ বেড়েছে তিনগুণ

সিলেট প্রতিনিধি :এবছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফলাফলে সিলেটে জিপিএ-৫ বেড়েছে তিনগুন। সিলেট শিক্ষাবোর্ড থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৪২ জন। গতবছর এই সংখ্যা ছিলো ১হাজার ৯৪ জন।

ফলে এবার জিপিএ-৫ বেড়েছে ৩ হাজার ১৪৮টি। শিক্ষা বোর্ডের আওতাধিন ৩ জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সিলেট জেলার শিক্ষার্থীরা। এ জেলায় ২ হাজার ৪২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষার ফলের ভিত্তিতে প্রকাশ হয় এইচএসসি ও সমমানের ফল।

অটো পাসের কারণে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে। সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ হাজার ৩২৩ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষার ফরম পুরণ করে।

সিলেট শিক্ষা বোর্ডের সচিব মো. মোস্তফা কামাল আহমদ বলেন, করোনার কারণে এবার এইচএসসি পরীক্ষা হয়নি। তাই এসএসি ও জেএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।