• ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রজব, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় শনিবার ১২০০ জনের মৃত্যু, আক্রান্ত ২৩,২৭৫ জন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২১
ইংল্যান্ডে করোনায় শনিবার ১২০০ জনের মৃত্যু, আক্রান্ত ২৩,২৭৫ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে  করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা আবারো কমেছে । গত ২৪ ঘন্টায় আরো ১২০০ জনের মৃত্যু হয়েছে । গতকাল শুক্রবার ছিলো ১২৪৫ জন, বৃহস্পতিবার ছিলো ১২৩৯ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৫৭১ জন। মৃত্যুর পরিসংখ্যান সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩,২৭৫ জন। গতকাল শুক্রবার ছিলো ২৯,০৭৯ জন, বৃহস্পতিবার ছিলো ২৮,৬৮০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৯৬ হাজার ০৮৮ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪ হাজার ৭৮৩ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ৩,৮৩২
এ পর্যন্ত ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছেন ৮৩ লাখ ৭৮ হাজার ৯৪০ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৮০ হাজার ৪৩২ জন।