• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এমপি মানিক ছাতকে আজিজুর রহমান শান্ত মিনি কাপ টুনার্মেন্টের উদ্বোধন করলেন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২১
এমপি মানিক ছাতকে আজিজুর রহমান শান্ত মিনি কাপ টুনার্মেন্টের উদ্বোধন করলেন


ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি:ছাতকে বর্নাঢ্য আয়োজনে আজিজুর রহমান শান্ত নাইট মিনি কাপ ফুটবল টুনার্মেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের ছত্রিশ কালিপুর গ্রামের পশ্চিমের মাঠে প্রথমবারের মতো আয়োজিত এ টুনার্মেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছাতক-দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বর্নাঢ্য সাজে সজ্জিত মাঠে ফানুশ উড়িয়ে, ব্যাপক আতশবাজী ও মাঠে বল গড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

আয়োজক কমিটির সভাপতি গাজী মিল্টনের সভাপতিত্বে ও পারভেজ আহমদের পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান মুজাহিদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সম্ভাব্য চেয়ারম্যান প্রাথর্ী রাসেল মিয়া ও সায়েম আহমদ, ইউপি প্যানেল চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, ইউপি সদস্য তুরন মিয়া,  গীতিকার জিকে উসমান গনি। স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ড সদস্য আজিজুর রহমান শান্ত।
এসময় আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, এডভোকেট সাহাব উদ্দিন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা গোলাম আযম তালুকদার নেহার, ইউপি সদস্য আব্দুল জলিল, স্থানীয় সুলতান মিয়া, নুর উদ্দিন, নুর মালিক, প্রবাসী আনফর আলী, মানিক মিয়া, সাজাদ মিয়া, মনজু আহমদ, আসকর আলীসহ কয়েক শতাধিক ক্রীড়ামোদি লোকজন উপস্থিত ছিলেন।
পরে উদ্বোধনী খেলায় কিরন স্পোর্টিং ক্লাব ছত্রিশ কালিপুরের মুখোমুখী হয় ছয়ভাই স্পোর্টিং ক্লাব গহরপুর। এতে ১-০গোলে কিরন স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন খ্যাতিমান রেফারি দরবেশ ও মামুন।