লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ২০১৯ – ২০২০ অর্থ বছরে দেশের ১৪১ ব্যাক্তি ও প্রতিষ্ঠান কে দেশ সেরা করদাতা মনোনীত করে গেজেট প্রকাশ করেছে আজ। এ তালিকার মধ্যে পাচঁ জন আইনজীবী রয়েছেন এর মধ্যে সুনামগঞ্জর সন্তান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও রয়েছেন। এ তালিকার অন্যান্য আইনজীবীরা হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস,মেট্রোপলিটন চেম্বার সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, এডভোকেট তৌফিকা আফতাব ও এডভোকেট আহসানুল করিম।
নীতিমালা অনুযায়ী ট্যাক্স কার্ড ধারীরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, স্হানীয় সরকার আয়োজিত নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত পাবেন। গাড়ী,বিমান,রেল ও নৌ পথের ভ্রমণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকিট সুবিধা সহ আরো কিছু সরকারী সুযোগ সুবিধাদি পাবেন।