• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

দেশ সেরা করদাতার তালিকায় স্থান করে নিলেন সুনামগঞ্জের ব্যারিস্টার ইমন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২১
দেশ সেরা করদাতার তালিকায় স্থান করে নিলেন সুনামগঞ্জের ব্যারিস্টার ইমন
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ২০১৯ – ২০২০ অর্থ বছরে দেশের ১৪১ ব্যাক্তি ও প্রতিষ্ঠান কে দেশ সেরা করদাতা মনোনীত করে গেজেট প্রকাশ করেছে আজ। এ তালিকার মধ্যে পাচঁ জন আইনজীবী রয়েছেন এর মধ্যে সুনামগঞ্জর সন্তান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও রয়েছেন। এ তালিকার অন্যান্য আইনজীবীরা হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস,মেট্রোপলিটন চেম্বার সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, এড‌ভো‌কেট তৌফিকা আফতাব ও এড‌ভো‌কেট আহসানুল করিম।
নীতিমালা অনুযায়ী ট্যাক্স কার্ড ধারীরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, স্হানীয় সরকার আয়োজিত নাগরিক সম্বর্ধনা অনুষ্ঠান সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত পাবেন। গাড়ী,বিমান,রেল ও নৌ পথের ভ্রমণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকিট সুবিধা সহ আরো কিছু সরকারী সুযোগ সুবিধাদি পাবেন।