ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতক থেকে সিএনজি অটো-রিকশা চুরি করে বিক্রির সময় জনতার হাতে দিলোয়ার হোসেন (১৮) নামের এক চোরকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। সে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামের এশাদ আলীর পুত্র। এসময় অন্যান্য চোর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
জানা যায়, উপজেলার রায়সন্তোষপুর গ্রামের রাহিম আলীর পুত্র আঙ্গুর মিয়া প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১২টার দিকে তার সিএনজি অটো রিকশা (সুনামগঞ্জ-থ-১১-২৪০৫) টি গ্রামের প্রতিবেশি নাছির মিয়ার আঙ্গিনায় রেখে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে গাড়িটি যথাস্থানে না পেয়ে চারদিকে খোজতে থাকেন। সন্ধ্যান না পেয়ে ওইদিন দুপুরে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৫৪) করেন তিনি। এদিকে সিএনজি অটো-রিকশাটি বিক্রির সময় ক্রেতা খালেদ হাসান হৃদয়ের সন্দেহ হলে জনতা দিলোয়ার হোসেন নামের এক চোরকে আটক করেন। পরে তারা ইলিয়াছ আলী নামের এক শ্রমিক নেতার মাধ্যমে ফোন দিয়ে বিষয়টি অবহিত করে গাড়ির মালিককে। বিকেলে সুনামগঞ্জ সদর থানার এসআই হাবিবুর রহমানকে সাথে নিয়ে সেখানের হাসননগর পশ্চিম সুলতানপুর গ্রাম থেকে জনতার হাতে আটক হওয়া চোরসহ চুরিহওয়া সিএনজি অটো-রিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। জানা গেছে, আটক হওয়া সিএনজি অটো-রিকশার চোর সক্রের সদস্য দিলোয়ারের নেতৃত্বে ছাতকসহ সুনামগঞ্জে তার একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। এ সিন্ডিকেটের মাধ্যমে সিএনজি অটো-রিকশা চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। তার সাথে সিএনজি অটো-রিকশা চোর সক্রের সদস্যদের মধ্যে রয়েছে ছাতকের মহনপুরের দিলোয়ার, রায়সন্তোষপুরের আফজল ও সিলেটের রাসেলসহ আরও অনেকেই। সিএনজি অটো-রিকশাসহ চোর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানা পুলিশ।