• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে করোনায় বুধবার ১৭২৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৫,৩০৮ জন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২১
ইংল্যান্ডে করোনায় বুধবার ১৭২৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৫,৩০৮ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে  করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে বুধবার। গত ২৪ ঘন্টায় আরো ১৭২৫ জনের মৃত্যু হয়েছে । গতকাল মঙ্গলবার ছিলো ১৬৩১ জন, সোমবার ছিলো ৫৯২। মোট মৃতের সংখ্যা ১ লাখ ১ হাজার ৮৮৭ জন। মৃত্যুর পরিসংখ্যান সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫,৩০৮ জন। গতকাল মঙ্গলবার ছিলো ২০,০৮৯ জন, সোমবার ছিলো ২২,১৯৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ১৫ হাজার ৫৪ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭ হাজার ৬০৫ জন,
এ পর্যন্ত ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছেন ৭১ লাখ ৬৪ হাজার ৩৮৭ জন।