বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বছরের কম সময়ের মধ্যে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় আরো ১৬৩১ জনের মৃত্যুর মাধ্যমে এই সংখ্যা অতিক্রম করে। গতকাল সোমবার ছিলো ৫৯২, রবিবার ছিলো ৬১০ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ১৬২ জন। মৃত্যুর পরিসংখ্যান সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০,০৮৯ জন। গতকাল সোমবার ছিলো ২২,১৯৫ জন, রবিবার ছিলো ৩০,০০৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৮৯ হাজার ৭৪৭ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)
এ পর্যন্ত ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছেন ৬৬ লাখ ৫৩ হাজার ৩২৭ জন।