• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বিজ্ঞান শিক্ষার কোন বিকল্প নেই- জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২১
বিজ্ঞান শিক্ষার কোন বিকল্প নেই- জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন বিজ্ঞান শিক্ষার কোন বিকল্প নেই। বেশি করে বিজ্ঞান নিয়ে আধুনিক তথ্য প্রযুক্তির দিকে এগিয়ে যেতে হবে।শিক্ষক গণের ও আরো বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, হাওরাঞ্চলের শিক্ষার্থীদের প্রতিভা আছে ঠিকই কিন্ত তাদের সুযোগের স্বল্পতা রয়েছে ,তাদের সেই সুযোগ করে দিতে হবে। সোমবার সকাল ১১  টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুই দিন ব্যাপী ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সহকারী কমিশনার আসিফ আল জিনাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শরীফুল ইসলাম ,অ‌তিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সিটি রাশেদ ইকবাল চৌধুরী,  অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম,    জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে,জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফয়জুর রহমান , বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, সহ জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ। পরে এ বিষয়ের উপর একটি সেমিনার ও শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী ও  বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহ‌াম্মদ জাহাঙ্গীর হোসেন।