• ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সম্পর্ক গভীর করার অঙ্গীকার জনসন ও বাইডেনের

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২১
সম্পর্ক গভীর করার অঙ্গীকার জনসন ও বাইডেনের

বিবিএন নিউজ ডেস্ক : নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণের পর তাকে প্রথমবারের মতো ফোন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রথম ফোনালাপে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করে করোনা মোকাবেলায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই নেতা। খবর বিবিসি ও রয়টার্সের।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় বাইডেনকে ফোন করেন বরিস জনসন।  পরে বরিস জনসন এক টুইটবার্তায় জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা হয়েছে, দীর্ঘদিনের সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আমি জোর দিয়েছি; যাতে দুই দেশ করোনা থেকে পরিত্রাণ পেতে পারি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসায় জো বাইডেনকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

তারা ন্যাটো জোট এবং একই মূল্যবোধের ভিত্তিতে মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় কাজ করতে সম্মত হয়েছেন। দুই নেতা উভয় দেশের মুক্তবাণিজ্যের বিষয়েও কথা বলেছেন। এ ছাড়া বাণিজ্যসংক্রান্ত সব সমস্যা সমাধানে তারা কাজ করতে সম্মত হয়েছেন।

এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস লোপেজ তাকে ফোন করেন।(জনমত )