বিবিএন নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরণ ধরা পড়েছে বৃটেনেও। এরইমধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে ৭৭ জন। এছাড়া, করোনার ব্রাজিলীয় ধরনটিতে আক্রান্ত ৯ জনকেও শনাক্ত করা হয়েছে দেশটিতে। রোববার বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ কথা জানান।
দক্ষিণ আফ্রিকার ধরনটিতে আক্রান্ত সকলেই সম্প্রতি দেশটি সফর করেছিলেন কিংবা সফর করা কারো সং¯পর্শে এসেছিলেন। তাদেরকে নিবিরভাবে পর্যবেক্ষন করা হচ্ছে। বিবিসিকে হ্যানকক বলেন, নতুন ধরণের সংক্রমণ থামাতে আমরা কন্টাক্ট ট্রেসিং বাড়িয়েছি। সংক্রমণ থামাতে যা যা করা দরকার তাই করা হবে।