• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারান্টাইনে পরিবর্তন, ৪ দিনের বদলে এখন ৭দিন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২১
যুক্তরাজ্য ফেরত যাত্রীদের কোয়ারান্টাইনে পরিবর্তন, ৪ দিনের বদলে এখন ৭দিন

এ এম সমুজ লন্ডনঃ যুক্তরাজ্য ফেরত যাত্রীদের জন্য আবারো কোয়ারান্টাইনে পরিবর্তন  এনেছে বাংলাদেশ সরকার। কাল সোমবার ২৫ জানুয়ারি থেকে এ নতুন নিয়ম কার্যকর হচ্ছে বলে বিমানের ওয়েবসাইট থেকে জানা গেছে। এর আগে লন্ডন ফেরত যাত্রীদের ৪ দিনের প্রাতিষ্টানিক কোয়ারান্টাইন করতে হতো।

বিমান সুত্রে জানাগেছে, লন্ডন থেকে যেসব যাত্রী বাংলাদেশে প্রবেশ করবেন তাদের প্রত্যেককেই সরকারের এই বিধিনিষেধ মানতে হবে। সকল যাত্রীদের সাথে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকার পাশাপাশি ৭ দিনের প্রাতিষ্টানিক কোয়ারান্টাইন করতে হবে।

যে সব যাত্রী হোটেল খরচ বহন করতে পারবেন না তাদের জন্য সরকারী ব্যবস্হাপানায় প্রাতিষ্টানিক কোয়ারান্টাইন সম্পন্ন করতে হবে। ৭ দিন পর করোনা টেষ্ট করে নেগেটিভ রিপোর্ট আসলে তখন ১৪ দিনের হোম কোয়ারান্টাইন সম্পন্ন করতে বাড়ি যেতে পারবেন যাত্রীরা।

এ দিকে করোনা রিপোর্ট নেগেটিভ হলে আইসোলেশনের জন্য হাসপাতালে প্রেরন করা হবে।হোটেলে থাকা, খাওয়ার খরচের পাশাপাশি হাসপাতালের খরচ ও লন্ডনী যাত্রীদের বহন করতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে বলে সরকারী নির্দেশনায় বলা হয়েছে।