• ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় রবিবার ৬১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩০,০০৪ জন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২১
ইংল্যান্ডে করোনায় রবিবার ৬১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩০,০০৪ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরো কমেছে। সাধারণত রবিবার ও সোমবার মৃত্যুর সংখ্যা কম প্রকাশিত হয়ে থাকে। গত ২৪ ঘন্টায় আরো ৬১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ছিলো ১৩৪৮ জন, শুক্রবার ছিলো ১৪০১ জন। মোট মৃতের সংখ্যা ৯৭ হাজার ৯৩৯ জন। মৃত্যুর পরিসংখ্যান সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০,০০৪ জন। গতকাল শনিবার ছিলো ৩৩,৫৫২ জন, শুক্রবার ছিলো ৪০,২৬১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৪৭ হাজার ৪৬৩ জন। (বিবিসি/ওয়ানবাংলা)
গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪,০১৩ জন। গত এক সপ্তাহ যাবত হাসপাতালে রয়েছেন ২৭,৫৩১ জন।

এ পর্যন্ত ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছেন ৬৬ লাখ ৫ হাজার ৩৩০ জন। এর মধ্যে ৭৫ শতাংশ ৮০ উর্ধ বয়সীদের করোনার টিকা দেয়া সম্পন্ন হয়েছে।
এদিকে ব্রিটেনের হাসপাতালগুলোর মধ্যে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৭১০ জন, স্কটল্যান্ডে ৭৬ জন, ওয়েলসে ২৭ জন, নর্দানআয়ারল্যান্ডে ১২ জন।