সুনামগঞ্জ প্রতিনিধি: প্রধান মন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল ১০ টায় গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশের ৪৯২ উপজেলার ৬৬১৮৯ টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেন।
এ উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার আয়োজনে উপজেলা মিলনায়তনে উপকারভোগীগণের হাতে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। সুনামগঞ্জ জেলার ১১ উপজেলার ৪০৭ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার কে দুই শতাংশ খাস জমির উপর দুই কক্ষ বিশিষ্ট একটি পাকা ঘর প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার মোঃ ফজলুল কবির, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলাশাসক সার্বিক মোহাম্মদ শরীফুল ইসলাম-,সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল, শিক্ষাবিদ পরিমল কান্তি দে,মুক্তিযাদ্ধা নুরুল মোমেন, সুনামগঞ্জ সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম । অনুষ্টানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর ইউএনও ইয়াসমীন নাহার রুমা।