• ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাতকে ২১ বোতল ভারতীয় মদসহ দুই ব্যবসায়ী আটক

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২১
ছাতকে ২১ বোতল ভারতীয় মদসহ দুই ব্যবসায়ী আটক

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে ২১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সুরমা নদীর লাফার্জ ফেরিঘাট এলাকায় মদ ভর্তি সিএনজি অটোরিকশাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার নরশিংপুর গ্রামের মনির মিয়ার পুত্র রাসেল মিয়া ওরফে সুমন (২৬) ও একই উপজেলার কারিকোনা গ্রামের ফয়জুর রহমান আশিকের পুত্র ইমরান হোসেন টিটু (২৭)।
ছাতক থানা পুলিশের এসআই ইয়াছিন মিয়া জানান, দোয়ারাবাজারের নরসিংপুরের সীমান্ত থেকে সিএনজি অটো রিকশা যোগে বিশ্বনাথে ফেরাত পথে লাফার্জের ফেরীঘাট এলাকায় তাদেরকে তিনি আটক করতে সক্ষম হন। এসময় তাদের বহনকারী সিএনজি অটো-রিকশা (নং-সিলেট-থ-১১-৮৪০৬) থেকে ২১ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করে সিএনজিসহ জব্দ করা হয়। আটককৃতদের থানায় একটি মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।