• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের ১১ উপজেলায় গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ৪০৭ টি ঘর উপহার

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২১
সুনামগঞ্জের ১১ উপজেলায় গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ৪০৭ টি ঘর উপহার

সুনামগঞ্জ প্রতিনিধি: প্রধান মন্ত্রী শেখ হাসিনা শনিবার সকাল ১০ টায় গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সর মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশের ৪৯২ উপজেলার ৬৬১৮৯ টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেন।
এ উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার আয়োজনে উপজেলা মিলনায়তনে উপকারভোগীগণের হাতে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। সুনামগঞ্জ জেলার ১১ উপজেলার ৪০৭ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার কে দুই শতাংশ খাস জমির উপর দুই কক্ষ বিশিষ্ট একটি পাকা ঘর প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের অতিরিক্ত কমিশনার মোঃ ফজলুল কবির, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলাশাসক সার্বিক মোহাম্মদ শরীফুল ইসলাম-,সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল, শিক্ষাবিদ পরিমল কান্তি দে,মুক্তিযাদ্ধা নুরুল মোমেন, সুনামগঞ্জ সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম  । অনুষ্ট‌া‌নে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর ইউএনও ইয়াসমীন নাহার রুমা।